সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব জেনারেল স্টাফ) জেনারেল ফা'আদ হামেদ আল রুয়াইলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দপ্তরে সাক্ষাৎকালে এক বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা করেন। খবর বাসসের
পরে বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে সেনাবাহিনী প্রধান ও সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এক চুক্তি স্বাক্ষর করেন। সেনাপ্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে 'বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল' প্রদান করেন।
এর আগে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স প্রাঙ্গণে সেনাবাহিনীর একটি চৌকস দল জেনারেল ফা'আদ হামেদ আল রুয়াইলিকে গার্ড অব অনার প্রদান করে। এর পর জেনারেল ফা'আদ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এলাকায় একটি বৃক্ষরোপণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, জেনারেল ফা'আদ হামেদ আল রুয়াইলির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল দু'দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার ঢাকায় পৌঁছান। এ ছাড়া সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সফর শেষে প্রতিনিধি দলটি শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড