টেকনাফ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ৭০ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা আটক করেছে কোস্টগার্ড। সোমবার দিবাগত রাতে ১০টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ড টহলদলের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সুভাশীষ বলেন, সোমবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা সেন্টমার্টিন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান নেন। সেন্টমার্টিনের পশ্চিম সাগরে সন্দেহজনক একটি কাঠের বোটকে কোস্টগার্ড টহল দল থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দশটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে পানিতে ভাসমান কিছু বস্তা উদ্ধার করা হয়।
উক্ত প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তাগুলো তল্লাশি করে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়। যার বাজার মূল্য ৭০ কোটি টাকা। এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলো থানায় জমা দেয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম