সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র তৈরির তথ্য বিক্রি করছে ইসরায়েল। এ পদক্ষেপের ফলে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের পরমাণু বিশ্লেষক এ তথ্য ফাঁস করেছেন। খবর প্রেস টিভির।
অ্যামি দোর-অন নামে ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ পরমাণু বিশ্লেষক জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এ সহযোগিতা সম্ভব হয়েছে। তিনি জানান, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে।
ইসরায়েলি বিশ্লেষকের মতে, শেষ পর্যন্ত সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে তা জানা সত্ত্বেও ইসরায়েল রিয়াদকে পরমাণু তথ্য দেবে এই কারণে যে, যাতে সৌদি আরব পাকিস্তানের মতো দেশের কাছে না যায়।
ইসরায়েল-সৌদি বেড়ে চলা সম্পর্কের কথা উল্লেখ করে অ্যামি দোর বলেন, ‘সৌদি আরব যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে এ জন্য ইসরায়েল রিয়াদকে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করতে চায়।’
সৌদি আরব ইতোমধ্যে পরমাণু কর্মসূচি চালুর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম