প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৫:০৭ পি.এম
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিটিআরসির বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে বন্ধ হয়ে যাবে। তবে এর আগে নেটওয়ার্কে ব্যবহারকারী সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি আগামী ১৬ ডিসেম্বর চালু হবে। এর আগে নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হিসেবে বিবেচিত হবে এবং সচল থাকবে।
বিটিআরসি বলছে, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।’
হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাইয়ের নির্দেশনা
নকল বা চোরাচালান হ্যান্ডসেট কেনা এড়াতে কেনার আগে আইএমইআই যাচাই করতে গ্রাহকদের পরামর্শ দিয়েছে বিটিআরসি।
যাচাইয়ের পদ্ধতি: প্রথমে ডায়াল করুন *#06# এবং IMEI নম্বর জেনে নিন। এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: KYD ১৫ ডিজিটের IMEI পাঠান ১৬০০২ নম্বরে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা।
তথ্য সহায়তা
এনইআইআর-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করা যাবে। এছাড়া যেকোনো অপারেটর থেকে *ডায়াল 16161# করে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১–এ ফোন করে বা নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করেও সহায়তা নেওয়া যাবে।অনলাইনে তথ্য পাওয়া যাবে neir.btrc.gov.bd–এ।
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর মাধ্যমে অবৈধ মোবাইল আমদানি নিয়ন্ত্রণ ও চুরি হওয়া হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড