আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় অবস্থিত পবিত্র স্থানগুলোর মধ্যে হজযাত্রীদের চলাচল সহজ করতে আল-মাশাআর আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইন (পবিত্র স্থানগুলোর রেল পরিষেবা) এবার রেকর্ড পরিষেবা দেবে। আগামী ৭ দিনে এই মেট্রো ৪ হাজার ৯শ’ ট্রিপ সম্পন্ন করে ২০ লাখ যাত্রী পরিবহন করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরবের রেল কর্তৃপক্ষ। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
এই বিশেষ রেল পরিষেবা বছরে মাত্র ৭ দিন হজের সময় চালু হয়। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল-জুয়াইদ হজযাত্রীদের জন্য রেল সেবা প্রস্তুতির বিস্তারিত তথ্য জানান।
মক্কায় অবস্থিত পবিত্র স্থানগুলোর মধ্যে হজযাত্রীদের চলাচল সহজ করতে আল-মাশাআর আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইন (পবিত্র স্থানগুলোর রেল পরিষেবা) এবার রেকর্ড পরিষেবা দেবে। আগামী ৭ দিনে এই মেট্রো ৪ হাজার ৯শ’ ট্রিপ সম্পন্ন করে ২০ লাখ যাত্রী পরিবহন করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরবের রেল কর্তৃপক্ষ। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
এই বিশেষ রেল পরিষেবা বছরে মাত্র ৭ দিন হজের সময় চালু হয়। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল-জুয়াইদ হজযাত্রীদের জন্য রেল সেবা প্রস্তুতির বিস্তারিত তথ্য জানান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড