 
     স্টাফ রিপোর্টার:  দেশের অন্যতম মিঠাপানির রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২০ কেজি। বয়স আনুমানিক ১২ বছর। মাছটির শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার:  দেশের অন্যতম মিঠাপানির রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২০ কেজি। বয়স আনুমানিক ১২ বছর। মাছটির শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মরা মাছটি উদ্ধার করেন নদীর পাহারাদার রওশনগীর আলম।
এর মধ্যে রাত সোয়া ১২টার দিকে ওই মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মরা মাছটির সুরতহাল সম্পন্ন করেন। এর আগে রাত ১১টার দিকে মাছটি আজিমের ঘাট এলাকায় ভাসমান দেখে স্থানীয় লোকজন মৎস্য বিভাগে খবর দেন। শরীরের অর্ধেকেরও বেশি পচে যাওয়ায় সুরতহালের সময় অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ভালোভাবে পরীক্ষা করাও যায়নি বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
মাছটি কমপক্ষে দুই-তিন দিন আগে মারা গেছে এমনটা অনুমান করছেন সংশ্লিষ্টরা। পচে অনেকাংশে বিকৃত হয়ে যাওয়া কাতলা মাছটির সুরতহালে এটি একটি পুরুষ মাছ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সুরতহাল শেষে হালদা নদীর পারে অর্ধগলিত মাছটি স্থানীয়দের সহযোগিতায় মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড