গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগকে মিথ্যাচার বলেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই এই ধরনের মিথ্যাচার করে আসছেন বিএনপি নেতা।
মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পর নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন জাহাঙ্গীর। আর কেন্দ্র থেকে বের হয়ে তিনি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
আর সকাল আটটার পর টঙ্গীতে নিজ কেন্দ্র বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন হাসান উদ্দিন সরকার।
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি তফসিল দেয়ার দিন থেকে বিভিন্ন ধরনের অনিয়মের কথা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছেন। আমি বলেছি তিনি একজন মুরুব্বি মানুষ, কিছু না জেনেশুনে গাজীপুরের মানুষের নামে এবং গাজীপুরের ভোটারদের নামে কিছু বলা ওনার ঠিক হবে না।’
‘ওনি বিএনপির সাথে রাজনীতি করেন। বিএনপির সাথে রাজনীতি করা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গাজীপুরের মানুষকে এবং গাজীপুরের ভোটারদের অনিয়মের কথা বলা ঠিক হবে না।’
প্রতিপক্ষের প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি নাগরিকের মূল্যায়নের স্বার্থে সবাই যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট করি। নিজ কিংবা দলের স্বার্থে যেন কোন মিথ্যাচার না করি সেই অনুরোধ করছি।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড