খেলাধুলা ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর, আজ বুধবার হোয়াইটওয়াশের লক্ষ্যে শেষ টি২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টাইগাররা এরই মধ্যে সিরিজ ২-০ তে নিজেদের করে নিয়েছে। বিশেষ করে, লিটন দাসের ব্যাট থেকে আসা রান এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় দল প্রতিটি বিভাগেই আধিপত্য বিস্তার করেছে। অন্যদিকে, নেদারল্যান্ডস এই সিরিজে এখনও জয়ের দেখা পায়নি।
শেষ ম্যাচে তারা চাইবে একটি সান্ত্বনামূলক জয় নিয়ে দেশে ফিরতে। তবে স্বাগতিক বাংলাদেশের আত্মবিশ্বাস এবং ফর্ম তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। বাংলাদেশ চাইবে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে একটি ক্লিন সুইপ করে নিজেদের টি২০ রেকর্ড আরও শক্তিশালী করতে। সমর্থকদের প্রত্যাশা, টাইগাররা জয় দিয়েই সিরিজ শেষ করবে। এই ম্যাচটি বিশেষ করে বেঞ্চের খেলোয়াড়দের জন্য সুযোগ হতে পারে, যদি দল ম্যানেজমেন্ট কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড