নিজ ক্যাম্পাসে ছুরিকাহত লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে সিলেট ফিরলেন। বুধবার বেলা ১২টা ৪৬ মিনিটে বেসরকারি একটি বিমানে করে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। শাবির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক হিমাদ্রি শেখর রায় জানান, মঙ্গলবার তার সেলাই কাটা হয়। শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি সিলেটে ফেরেন।
বিমানবন্দরে ড. জাফর ইকবালকে তার সহকর্মীরা স্বাগত জানান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিয় ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে। তার অফিস, বাসা, এমনকি তিনি যেখানে যাবেন পুলিশ তার সাথে থাকবে।
গত ৩ মার্চ শাবির মুক্তমঞ্চে হামলার শিকার হন জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল।
আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম