ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে,
কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’
২) ‘আগা গোড়া কাটা,
চুলের জন্য ঝাটা।’
৩) ‘আগা ঝন ঝন
গোড়া মোটা,
যে না পারিবে
সে যে বোকা।৪) ‘এক বুড়ির আছে শুধু বারোটিই ছেলে তার বারে ঘরে থাকে এখন ৩৬৫ ছেলে।’
গত ১৩ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) ‘আগা গোড়া বেশি নয়,
মাঝে বেশি জল।
গাছে গাছে ফলে থাকে,
সে কি দেশি ফল।’
উত্তর: কদম
২) ‘এখানে আছে সেখানে আছে,
শরীর আছে মুখ আছে।
মুখ দিয়ে কাগজ ফুটাই,
তারপর কাগজে থেকে যাই।’
উত্তর: আলপিন
৩) ‘কারো সঙ্গে এলে
যায় না ফেলে রাখা,
একলা দেখে তাকে
তুচ্ছ মনে রাখা।’
উত্তর: শূন্য
৪) ‘আশি টাকার খাসি,
নব্বই টাকার পোস্ত।
এক পিঠ দেখা যায়,
আর পিঠ কই দোস্ত?’
উত্তর: আকাশ
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম