অনলাইন ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আপিলের শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
শুনানির শুরুতে মামলার পলাতক দুই আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। পরে তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করে।
উল্লেখ্য, ২০১৮ সালে নিম্ন আদালত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন প্রায় ৩০০ জন। অল্পের জন্য রক্ষা পান শেখ হাসিনা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম