অনলাইন ডেস্ক: প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে। রোববার দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হওয়ার পর পুরো রুটে সেবা বন্ধ করে দেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষের যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা আবারও নিরবচ্ছিন্নভাবে চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়, তবে পুরো রুটে তখনও চলাচল বন্ধ ছিল।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থল ফার্মগেট এলাকায় সকালে নতুন বিয়ারিং প্যাড বসিয়ে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর কয়েকবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে কোনো ত্রুটি না পাওয়ায় পূর্ণ সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমটিসিএলের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “আমরা সকালে বন্ধ অংশে কয়েক দফায় ট্রেন চালিয়ে পরীক্ষা করেছি। কোনো সমস্যা না থাকায় বেলা ১১টার দিকে পূর্ণমাত্রায় সেবা চালু করা সম্ভব হয়েছে।”
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড