অনলাইন ডেস্ক: সাভারের বাইপাইলকে কেন্দ্র করে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে হওয়া এই ভূকম্পনটি রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। গাজীপুরের বাইপাইল, সাভার এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, সাভারের বাইপাইল ছিল কম্পনের উৎপত্তিস্থল। তিনি বলেন, এটি অল্পমাত্রার ভূমিকম্প ছিল এবং এর স্থায়িত্ব ছিল খুবই কম। একই তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। তাঁর ভাষায়, গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে রিখটার স্কেলে ৩ দশমিক ৩।
এর মাত্র এক দিন আগে নরসিংদীর মাধবদী এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। তার পরই আবার নতুন কম্পন হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নিম্নমাত্রার ভূকম্পন ভূত্বকের স্বাভাবিক নড়াচড়ার অংশ এবং সাধারণত এতে বড় ধরনের ঝুঁকি থাকে না।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ২৯ কিলোমিটার। রাজধানীর বেশ কিছু স্থানে খুব হালকা কম্পন অনুভূত হওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড