ঢাকা: ধর্ষণের মামলায় দোষি সাব্যস্ত হওয়ার পর থেকে ভারতের বিতর্কীত ধর্মগুরু গুরমিত রাম রহিমের একের পর এক অপকর্ম মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। এবার তার বিরুদ্ধে অভিযোগ ৪০০ পুরুষ ভক্তের লিঙ্গ কর্তন বা নপুংসক করিয়েছিলেন।
নপুংসক হলে ঈশ্বরের কাছাকাছি যাওয়া যাবে- এই প্রলোভন দেখিয়ে তাদের অণ্ডকোষ নির্মূল করিয়েছিলেন বলে ২০০২ সালে ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদটি ফলাও করে প্রকাশ করা হয়।
২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, গুরমিত রাম রহিম সিং-এর সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলারের বেশি। বিশ্বজুড়ে তার পাঁচ কোটির বেশি ভক্ত রয়েছে। আধ্যাত্মিক সংগঠন ডেরা সাচ্চা সৌদার প্রধান তিনি।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪০০ পুরুষকে নিজেদের লিঙ্গ কর্তনে উৎসাহিত করেন। কারণ হিসেবে তিনি তখন বলেছিলেন, এতে সৃষ্টিকর্তার সরাসরি সান্নিধ্য পাওয়া যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা রাম রহিমের আশ্রমের ভেতর প্রতিষ্ঠিত একটি হাসপাতালে এই লিঙ্গ কর্তন কার্যক্রম পরিচালিত হয়। ২০০০ সালে গণহারে নপুংসক করার কাজ শুরু হলেও এসব ঘটনা প্রকাশ্যে আসে ২০০২ সালে।
দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) জোড়া ধর্ষণ মামলার তদন্ত করতে গিয়ে ভয়াবহ এই ঘটনার খবর জানতে পারেন। তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
হানস রাজ চৌহান নামে এক ভুক্তভোগী সিবিআই কর্মকর্তাদের এই তথ্য দেন।
গুরমিত সিং-এর আশ্রমে নারী ধর্ষণের ঘটনা ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসেন রাম চরণ ছত্রপতি নামে হরিয়ানার এক সাংবাদিক। পরে তাকে রাম রহিমের নির্দেশে তার ভক্তরা হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড