জীবন নিউজ, ডেস্ক: আজ ৪৪তম জন্মদিন পালন করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এ বছরেই ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণা রাই মারা গেছেন। তাই ঝমকালো পার্টির আযোজন করা হয়নি। জন্মদিনের ঘরোয়া আয়োজনে শুধু বচ্চন পরিবারের সদস্যরাই থাকছেন।
প্রতিদিনের মতো আজও মেয়েকে স্কুলে নিয়ে গেছেন ঐশ্বরিয়া। এরপর বান্দ্রায় মা বিন্দা রাইয়ের এপার্টমেন্টে যান। সেখানে মা-মেয়ে কিছু সময় কাটিয়েছেন। বুধবার সন্ধ্যায় স্বামী অভিষেক বচ্চন ও একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে কেক কাটবেন। রাতে ডিনারের আয়োজন করা হয়েছে।
স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে স্থাপত্যশিল্প বিষয়ে পড়াশোনা শুরু করেছিলেন ঐশ্বরিয়া। কিন্তু মডেলিংয়ের প্রতি আগ্রহ থাকার কারণে এবং বিশ্বসুন্দরী খেতাব জেতার পর পড়াশোনায় আর সময় দিতে পারেননি তিনি।
ছেড়ে দিয়েছিলেন স্থাপত্যবিদ্যা। বলিউডে সফলতা অর্জন করার পর ২০০৭ সালে তিনি বিয়ে করেন অভিনেতা অভিষেক বচ্চনকে। সূত্র : এনডিটিভি
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড