প্রায় চার মাস নিখোঁজ থাকার পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
আজ শনিবার সকালে ডিবির (উত্তর) এডিসি শাহজাহান সাজু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে গতরাতে (শুক্রবার) শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৫ সালে গুলশান থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আপনারা তাকে কিভাবে পেলেন- এমন প্রশ্নের জবাবে শাহজাহান সাজু বলেন, ‘আমরা তার মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হই। এরপর তাকে গ্রেপ্তার করি।’ তার বিরুদ্ধে অন্য কোন মামলা আছে কিনা- এ বিষয়ে এডিসি বলেন, ‘আমরা তাকে গুলশান থানার একটি মামলায় আদালতে চালান করছি। আর কোন মামলা তার বিরুদ্ধে আছে কিনা, খতিয়ে দেখতে হবে।’ ২৭ আগস্টের পর থেকে আমিনুর রহমান কোথায় ছিলেন- এমন প্রশ্নের জবাবে এডিসি শাহজাহান সাজু বলেন, ‘আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারিনি। আজকে (শনিবার) আদালতে হাজির করে রিমান্ডে আনব। তখন বিস্তারিত জানা যাবে।’ প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম