জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫ দিনের ছুটি ঘোষণা করছে। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৩০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ছুটির তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ জুন (রবিবার) থেকে ২৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক ও বিভাগীয় দপ্তর বন্ধ থাকবে আগামী ১০ জুন (রবিবার) থেকে ২৫ জুন (সোমবার) পর্যন্ত।
প্রসঙ্গত, ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ২৬ জুন এবং সব ক্লাস ১ জুলাই থেকে যথারীতি শুরু হবে।