তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হত্যাচেষ্টার অভিযোগে ৪০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেোয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির একটি আদালত এ রায় দেন। গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ানকে হত্যার চেষ্টা করার অভিযোগে ৪৬ জনের বিচার অনুষ্ঠিত হয়। দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগ তুর্কি স্পেশাল ফোর্সের সেনাসদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, অবকাশে থাকা এরদোয়ানের হোটেলে আক্রমণের অভিযোগ গঠন করা হয়। দেশ থেকে বহিষ্কৃত ফেতুল্লাহ গুলেনেরও এই অভিযোগে বিচার চলেছে। কিন্তু আমেরিকায় থাকা গুলেন বিচারকার্যের সময় উপস্থিত ছিলেন না। তার মামলায় রায়ও প্রদান করা হয়নি। তুরস্কের অভিযোগ গুলেন এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেশিরভাগ তার অনুসারী। গুলেন মুভমেন্টকে তুরস্কের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। এদিকে গুলেন অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেন। মুলগায় আদালতের বাইরে জুলাই ২০১৬’র সেই অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দাবি করে জমায়েত এরদোয়ান সমর্থকরা। ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের আশায় তুরস্কে মৃত্যুদণ্ড বাতিল করা হয়। এরদোয়ান মৃত্যুদণ্ড পুনরায় শুরু করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।