নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা থানা ওসি জাহাঙ্গীর আলম মন্ডলের যোগদানের পর আস্তে আস্তে পাল্টে যাচ্ছে জলঢাকা থানার চিত্র! তিনি যোগদান করেছেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৫ ই আগস্ট এর পরবর্তী,,,,, হলো প্রায় দু-মাস । জুলাই আগস্ট এর পরবর্তী পরিস্থিতি ছিল বে-সামাল। আইন শৃঙ্খলা সামলাতে তেমন পুলিশ মাঠে দেখতে পাওয়া যায়নি। ভেঙ্গে পড়েছিল প্রশাসনিক কাঠামো। বেড়ে গিয়েছিল ছিনতাই- রাহাজানি,চুরি,ডাকাতি, জমি সংক্রান্ত জের ধরে মারামারি হানা-হানি, এমনকি মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা বা সামাল দিতে পারছিল না থানা পুলিশ।
এমনই পরিস্থিতিতে তিনি যোগদান করেন এ থানায়। যোগদানের পর থেকে অপরাধীকে শনাক্ত করতে শুরু করেন, ওসি জাহাঙ্গীর।তিনি জলঢাকা উপজেলার পরিস্হিতি স্বাভাবিক করতে প্রায় রাত্রে তিনি অভিযান পরিচালনা করেন। অপরাধ সৃষ্টিকারি মুল হোতা দের চিহ্নিত করে গ্রেফতার করেন। পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়া ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের সুবিধা ভোগী যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি কারীদের চিহ্নিত করা শুরু করেন ওসি। স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের।
অপরদিকে সামন্য কিছু ঘটনা ছাড়া জলঢাকা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল এর সাথে কথা বললে তিনি জানান আমি এই থানায় যোগদানের পর মিডিয়া কর্মী ও সচেতন মহলের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করতে পরেছি।