কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। চার ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশা কেটে গেলে কাঁঠালবাড়ী ঘাটে নোঙর করা ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।