গাজীপুর সিটি করপোরেশনে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে বাসন সড়ক এলাকার একটি পয়োনিষ্কাশন নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভোরে বাসন সড়ক এলাকার একটি পয়োনিষ্কাশন নালা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই নালা থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে কালো জ্যাকেট ও টিয়া রঙের গেঞ্জি রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।