ক্যাপশন : চাঁদপুর শহরে এখন মধুমাসী ফলে বাজার ধরে রয়েছে। তবে চাঁদপুরের বাইরে জেলা থেকে যেসব রসালো ফল আমদানী করা হচ্ছে এগুলোর মধ্যে ফরমালিন মিশ্রণ থাকলেও চাঁদপুরের চরাঞ্চল থেকে যেসব রসালো ফল শহরে আমদানী করা হচ্ছে সেগুলো একেবারেই নির্ভেজাল। প্রতিদিন সকাল হলে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ ফরমালিনমুক্ত কালো জামের আমদানী হচ্ছে। শহরের শপথ চত্বর এলাকায় লতিফ মাতাব্বরের ফলের আড়তে এভাবেই চরের মানুষ মুখোরোচক ফল নিয়ে পাইকারিভাবে বিক্রির ভিড় জমাচ্ছে। খুচরা বিক্রেতারা পাইকারি হিসেবে রসালো ফল কিনতে ব্যস্ত। ছবি ও প্রতিবেদক- মানিক দাস।