আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী হেরে গেলেও কাউন্সিলর বেশি পেয়েছে আওয়ামী লীগ। এতে করে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তিনি বলেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে। আজ শনিবার বনানী কবরস্থানে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।