1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা যশোরের নিখোঁজ হওয়া ব্যবসায়ীর মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

ঝালকাঠিতে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা,জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

মোঃ রাজিব তালুকদার‘সৃজনশীল বাংলাদেশ’ এর লক্ষে ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (১৫ অক্টোবর’১৭) বিকাল ৫টায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘জেলা সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা-২০১৭’। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজক।বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন : ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার এর উপপরিচালক এবং সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতুব্বর।উৎসব-প্রতিযোগিতায় মোট ৩৯টি সংগঠন অংশ নিবে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল ৫টায়। সংগঠনগুলো হচ্ছে- ১ম দিন (রোববার. ১৫ অক্টোবর) : চারদিক সংগীত একাডেমি, আকাশপাড়ি খেলাঘর আসর, প্রতিভা সংগীত একাডেমি, উত্তরণ সংগীত একাডেমি ও মরহুম আবদুল গণি বয়াতী শিল্পী সংঘ।২য় দিন (সোমবার, ১৬ অক্টোবর) : কবিতাচক্র, কিশলয় খেলাঘর আসর, জীবনানন্দ সংগীত সংস্কৃতি শিক্ষালয়, অনির্বান সাংস্কৃতিক গোষ্ঠী, সুর সাগর সংগীত একাডেমি, প্রতীক নাট্য গোষ্ঠী ও ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠী।৩য় দিন (মঙ্গলবার, ১৭ অক্টোবর) : রাজাপুর উপজেলা শিল্পকলা একাডেমি, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নৃত্য মেলা, কবি কাজী নজরুল ইসলাম শিল্পী গোষ্ঠী ও ঝালকাঠি শিল্পী পরিষদ।৪র্থ দিন (বুধবার, ১৮ অক্টোবর) : কন্ঠশৈলী, বাঙ্গালীআনা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, ধানসিঁড়ি সংগীত একডেমি, রূপসী বাংলা সংগীত একাডেমি, প্রান্তিক সংগীত একাডেমি ও লোকনাথ নাট্য গোষ্ঠী।৫ম দিন (বৃহস্পতিবার, ১৯ অক্টোবর) : কাঠালিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, রাজাপুর উদীচী শিল্পী গোষ্ঠী, সোনার বাংলা বাউল সংগীত একাডেমি, স্বরলিপি সংগীত একাডেমি, ঝালকাঠি নাটক, কিশোর থিয়েটার ও আওয়ামী শিল্পী গোষ্ঠী।৬ষ্ঠ দিন (শুক্রবার, ২০ অক্টোবর) : নলছিটি উপজেলা শিল্পকলা একাডেমি, প্রজন্ম সাহিত্য সংসদ, ঝালকাঠি শিল্পী গোষ্ঠী, আবুল হাসেম সংগীত একাডেমি, নজরুল একাডেমি ও নজরুল পাঠাগার, কবি জীবনানন্দ সাহিত্য সংসদ এবং ঝালকাঠি থিয়েটার ও শিশু থিয়েটার।৭ম দিন (শনিবার, ২১ অক্টোবর) : সমাপনী পর্বে গুণীশিল্পী সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী এবং বাছাইকৃত ও আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews