মোঃ রাজিব তালুকদার‘সৃজনশীল বাংলাদেশ’ এর লক্ষে ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (১৫ অক্টোবর’১৭) বিকাল ৫টায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘জেলা সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা-২০১৭’। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজক।বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন : ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার এর উপপরিচালক এবং সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতুব্বর।উৎসব-প্রতিযোগিতায় মোট ৩৯টি সংগঠন অংশ নিবে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল ৫টায়। সংগঠনগুলো হচ্ছে- ১ম দিন (রোববার. ১৫ অক্টোবর) : চারদিক সংগীত একাডেমি, আকাশপাড়ি খেলাঘর আসর, প্রতিভা সংগীত একাডেমি, উত্তরণ সংগীত একাডেমি ও মরহুম আবদুল গণি বয়াতী শিল্পী সংঘ।২য় দিন (সোমবার, ১৬ অক্টোবর) : কবিতাচক্র, কিশলয় খেলাঘর আসর, জীবনানন্দ সংগীত সংস্কৃতি শিক্ষালয়, অনির্বান সাংস্কৃতিক গোষ্ঠী, সুর সাগর সংগীত একাডেমি, প্রতীক নাট্য গোষ্ঠী ও ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠী।৩য় দিন (মঙ্গলবার, ১৭ অক্টোবর) : রাজাপুর উপজেলা শিল্পকলা একাডেমি, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নৃত্য মেলা, কবি কাজী নজরুল ইসলাম শিল্পী গোষ্ঠী ও ঝালকাঠি শিল্পী পরিষদ।৪র্থ দিন (বুধবার, ১৮ অক্টোবর) : কন্ঠশৈলী, বাঙ্গালীআনা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, ধানসিঁড়ি সংগীত একডেমি, রূপসী বাংলা সংগীত একাডেমি, প্রান্তিক সংগীত একাডেমি ও লোকনাথ নাট্য গোষ্ঠী।৫ম দিন (বৃহস্পতিবার, ১৯ অক্টোবর) : কাঠালিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, রাজাপুর উদীচী শিল্পী গোষ্ঠী, সোনার বাংলা বাউল সংগীত একাডেমি, স্বরলিপি সংগীত একাডেমি, ঝালকাঠি নাটক, কিশোর থিয়েটার ও আওয়ামী শিল্পী গোষ্ঠী।৬ষ্ঠ দিন (শুক্রবার, ২০ অক্টোবর) : নলছিটি উপজেলা শিল্পকলা একাডেমি, প্রজন্ম সাহিত্য সংসদ, ঝালকাঠি শিল্পী গোষ্ঠী, আবুল হাসেম সংগীত একাডেমি, নজরুল একাডেমি ও নজরুল পাঠাগার, কবি জীবনানন্দ সাহিত্য সংসদ এবং ঝালকাঠি থিয়েটার ও শিশু থিয়েটার।৭ম দিন (শনিবার, ২১ অক্টোবর) : সমাপনী পর্বে গুণীশিল্পী সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী এবং বাছাইকৃত ও আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।