সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ট্রাকরে চাপায় ভারতী রানী (৪২) নামরে এক মহলিার মৃত্যু হয়ছে। ঘটনায় আর দুজন গুরুত্বর আহত হয়ছে।
সোমবার সকাল ১১টার দকিে উপজলোর নজপিুর -সাপাহার আঞ্চলকি সড়করে নজপিুর সরদার পাড়ার মোড়ে ট্রাকরে চাপায় যাত্রীবাহী ব্যাটারি চালতি র্চাজার ভ্যানরে ধাক্কা দয়ে। এতে ঘটনাস্থলইে ভ্যানরে যাত্রী ভারতীর মৃত্যু হয়।
নহিত ভারতী রানী উপজলোর যত্নীপত্নী গ্রামরে সুকুমার হালদাররে স্ত্রী ।
আহত অপর দু’জন একই উপজলোর আর্দশগ্রাম খোকন (৩০), জাহদো (৪০)।
পত্নীতলা হাসপাতালরে র্কতব্যরত চকিৎিসক খালদি সাইফুল্লাহ জানান, আহতদরে প্রথমে হাসপাতালে র্ভতি করা হয়। কন্তিু তাদরে অবস্থার উন্নতি না হওয়াই রামকে হাসপাতালে প্ররেন করা হয়ছে।
পত্নীতলা থানার ওসি মোজাহার হোসনে হতাহতরে ঘটনার সত্যতা স্বীকার করে বলনে, এ ঘটনায় থানায় একটি মামলা দায়রে করা হয়ছে।