1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিষেধাজ্ঞা শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেইলর গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ. লীগ নেতা মোবারক জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: আখতার হোসেন কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রকৌশলী-স্থপতিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা রুশ উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা নির্বাচন কমিশনে হিসাব জমা দিলো জাপা, বেড়েছে আয় ও ব্যয়

নরসিংদীতে আ. লীগ-যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)। তারা দু’জন ভাই-বোন বলে জানা গেছে। এছাড়া তারা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের অনুসারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত (পারিবারিক) দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদের মধ্যে। একপক্ষ আরেকপক্ষকে পেলেই হামলা চালাতো। পূর্ববিরোধের জেরে সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় যুবলীগ নেতা রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই হারুনের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। একই ইউনিয়নের ভিন্ন আরেক জায়গায় কল্পনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ এখনও পৌঁছাতে পারেনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews