1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

পটুয়াখালীতে আদালতের রায়প্রাপ্ত জমি প্রভাবশালীদের দখল ও বানোয়াট মিথ্যা মাদক মালায় আলাউদ্দিন খন্দকার ও তার মা সূর্য্যভানুকে জড়িত করার বিরুদ্ধে এলাকাবাসীর মানব বন্ধন ও বিক্ষোব সমাবেশ।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামে ৯নং ওয়ার্ডের মোঃ আলাউদ্দিন খন্দকার (৪০) ও তার মা সুর্য্যভানু (৫১) কে ৭ পিচ ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাসানো ও রায় প্রাপ্ত জমি প্রভাবশালীদের দখলে থাকার কারনে তার বিরুদ্ধে গত ১৭/০৯/২০১৮ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন এর স্ত্রী মোসাঃ পিয়ারা বেগম ও তার বড় বোন মোসাঃ ফরিদা বেগম, মোঃ মেহেদী হাসান সোহাগ, মোঃ জুলহাস চৌকিদার, মোঃ হেলাল হাওলাদার, ইউপি সদস্য ৯নং ওয়ার্ড, আমখোলা ইউনিয়ন পরিষদ। বক্তব্যে তারা বলেন, মোঃ আলাউদ্দিন একজন সাধারন মানুষ। আজ পর্যন্ত কখনও তাকে একটি বিড়ি বা সিগারেট খেতে দেখিনি। তার মা সূর্য্যভানু একজন দ্বীনদার, পরহেজগার, ভালমহিলা। তাদের সাথে প্রায় ১০ বৎসর যাবৎ প্রতিপক্ষ ১। মোঃ হাদি মৃধা (৪০), ২। মোঃ হীরন মৃধা (৩৫), ৩। হাকিম মৃধা (৬০), ৪। মোঃ অলি মৃধা (৩০), ৫। মোঃ আমির হোসেন মৃধা (৩৮) এর সাথে মামলা মোকদ্দমা চলিয়া আসছে। গত ২০১৫ ইং সালে মোঃ আলাউদ্দিন ও তার মা মোসাঃ সুর্য্যভানুকে প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ নিয়ে এলাকায় বসে শালিসীর মাধ্যমে আপোষ মিমাংশার চেষ্টা করলেও তা সফল হয়নি। বারবার চালায় নরপৈশাচিক নির্যাতন। এলাকা সূত্রে জানাযায় আলাউদ্দিনের বাবা এই জমাজমি সংক্রান্ত বিষয়ই প্রান দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত থেমে নেই সন্ত্রাসী বাহিনীর ধ্বংস তান্ডব। তাদের সন্ত্রাসী কর্মকান্ড ও লাঠিয়াল বাহিনীর হাত থেকে বাঁচার জন্য পটুয়াখালী পুলিশ সুপার বরাবর আবেদন করেও এর কোন সুরহা পাননি তারা। আইনের তোয়াক্কা না করে নিজেদের মত অমানুসিক কর্মকান্ড ঘটিয়ে বেড়াচ্ছে। এলাকার সাধারন মানুষ মুখ খুলতে পারছেন না তাদের ভয়ে। গত ১৭/০৯/২০১৮ ইং তারিখ জমাজমি নিয়ে শালিস ব্যবস্থার কথাছিল। শালিসীতে তারা জিদতে পারবে না জেনেগত ১৫/০৯/২০১৮ ইং তারিখে হিরন বাহিনীর ভাগিনা মোঃ বাবুল এর মাধ্যমে আলাউদ্দিন ও তার মাকে ষড়যন্ত্র করে পুলিশে ধরিয়ে দেন। এ ব্যাপারে আলাউদ্দিনের স্ত্রী ও আঠারগাছিয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবুল হোসেন জানান আলাউদ্দিনের মা ও আলাউদ্দিন শালিস হিসেবে আবুল হোসেনকে দাওয়াত দিতে গেলে হিরনের ভাগিনা মোঃ বাবুলকে পাঠিয়ে একটি ঔষধের ব্যাগ হাতে দিয়ে বলে এই ব্যাগটি আমার মামী রাবেয়া (২৫) এর কাছে দিবেন। সরল মনে মানবিক দৃষ্টিতে সূর্য্যভানু বেগম ব্যাগটি হাতে নেন। কিছু বুঝে উঠতে পারার আগেই দ্যাখেন চার পাশে পুলিশ বাহিনী তাদেরকে ঘিরে ফেলছেন। তাদের কাছে গেলে পুলিশ বাহিনী বলে আপনাদেরকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনাদের কাছে ইয়াবা আছে। তারা আমাদেরকে থানায় নিয়ে যায় এবং আমাদের কাছে ৭ পিচ ইয়াবা আছে বলিয়া দাবী করে। আলাউদ্দিন ও তার মা ইয়াবার কথা অস্বীকার করে বলেন বাবুল আমাদের এই ব্যাগটি দিয়ে বলছেন এই ব্যাগটি আমার মামী রাবেয়ার কাছে দিবেন আমরা ব্যাগখুলিয়া দেখি নাই। ইহার ভিতরে কি আছে। আমাদেরকে ষড়যন্ত্র করে ফাসিয়ে দেয়া হয়েছে। যাতে করে আমাদের প্রতিপক্ষ জমাজমি নির্বিঘেœ ভোগ দখল করিতে পারেন এবং শালিস ব্যাবস্থা যেন না হয়। বক্তব্যে বক্তারা আরো বলেন আলাউদ্দিন ও তার মাকে মিথ্যা ষড়যন্ত্র করে মাদক দিয়ে ফাসানো হয়েছে। আমাদের জানামতে তারা কখনোই মাদক সেবন করে নাই বা মাদকের সাথে কখনও জড়িতও ছিল না। আলাউদ্দিন ও তার মা সূর্য্যভানুকে ষড়যন্ত্র করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করায় আমরা আমখোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এর তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে আমতলী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা কারো শত্রæ না। আমরা তাদের অনতি বিলম্বে মুক্তি দাবী করছি এবং এই ষড়যন্ত্রে যারা জড়িত ও সড়যন্ত্রকারী বাবুলের বিরুদ্ধে সঠিক সুন্দর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও উর্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবী জানাচ্ছি।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews