বিশ্বকাপ ফুটবল মানেই সঙ্গে থাকবে গান। আর সে গান যে স্বরনীয় করে রাখা যায় তার প্রথম প্রমাণ স্প্যানিশ-আমেরিকান গায়ক রিকি মার্টিনের গাওয়া থিম সং ‘দ্য কাপ অব লাইফ’। এখনও ফুটবলপ্রেমীদের হৃদয়ে বাজে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের এই ‘থিম সং’।
আর ১৮ দিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। বিশ্ব সেরা হওয়ার এই প্রতিযোগিতায় মাঠ মাতাবেন খেলোয়াড়রা আর গানে মাতবে পুরো গ্যালারি। যার জন্য থিম সং নিয়ে সবার অনেক আগ্রহ। কোটি কোটি ফুটবলপ্রেমীদের চাহিদা আর অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের থিম সং।
এবারের অফিসিয়াল থিম সংটি করেছেন মার্কিন র্যাপ সঙ্গীতশিল্পী উইল স্মিথ, কলম্বিয়ার নিকি জ্যাম ও কসোভার ইরা ইজটেফাই। ফলে এবারের বিশ্বকাপের ‘থিম সং’ নিয়ে উদ্দীপনারও শেষ নেই ফুটবলপ্রেমীদের। গানটির প্রোডাকশনের দায়িত্বে ছিলেন ডিপলো।
এবারের থিম সংটির নাম দেয়া হয়েছে ‘Live It Up’।
১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। বিশ্বকাপের আনুষ্ঠানিক মিউজিক ভিডিও ৭জুন প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।