আর মাত্র ১৩ দিন বাদেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। ফিফা বিশ্বকাপ মানেই হাজার হাজার মানুষের মিলনস্থল। কিন্তু সেই আসরকে নিয়েই এখন দেখা দিয়েছে নানা আশঙ্কা। যেখানে সমকামী এবং ট্রান্সজেন্ডারদের উপস্থিতি নিয়ে নানা নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়ান হুলিগানরা।
ইংলিশ এবং রাশিয়ান হুলিগানদের বিরোধের বিষয়ে সবার জানা। বহুদিন পরে আবারও বিশ্ব-ফুটবলে এই বিরোধ দেখা দিলো। যেই লড়াইয়ের এবারের ইস্যু হলো সমকামী এবং ট্রান্সজেন্ডাররা৷ অভিযোগ উঠেছে সমকামী ফুটবল ফ্যান গ্রুপকে হুমকি দিয়েছে হুলিগানরা।
লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার ফুটবল ফ্যান গ্রুপের এক সদস্য জানান, ‘আমাদের কাছে বেশ কয়েকটি বেনামি মেইল এসেছে৷ যাতে বলা হয়েছে বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত হলে তোমাদের জন্য ধারালো ছুরি অপেক্ষা করে রয়েছে৷’ অবশ্য পুরো বিষয়টি থানায় জানিয়েছে ট্রান্সজেন্ডাররা।
তার আগেও ট্রান্সজেন্ডারদের সতর্ক করা হয়েছিল যে মাঠে বা মাঠের বাইরে হাতে হাত রেখে ঘোরাঘুরি করলে তাঁদের উপর হামলা হবে। তবে মাঠে রাশিয়ান হুলিগানদের বর্ণবিদ্বেষী মন্তব্য করার বিষয়টি নিয়েও বেশ হতাশা প্রকাশ করেছেন ইংলিশ ফুটবলাররা।