1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

ভিন্ন আঙ্গিকে শাকিব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

বিনোদন: লুক, শারীরিক গঠন, চলাফেরা, অভিনয়, নাচ সবদিক থেকেই দর্শকদের নিকট এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি হয়ে আছেন ঢালিউডের কিংখ্যাত নায়ক। হয়েছেন সুপারস্টার। শুধু দেশে না দেশের গ-ি পেরিয়ে বিদেশের মাটিতে দেশের নাম ছড়িয়ে দিয়েছেন। বলছি শাকিব খানের কথা। মাঝে ইউরোপে জয়দ্বীপের পরিচালনায় ‘চালবাজ’ ছবির শুটিংয়ে দেশের বাইরে থাকলেও গত মাসে ইউরোপ থেকে ঢাকা এসে দেশীয় নতুন ছবির কাজ শুরু করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। গত বৃহস্পতিবার এফডিসিতে চলছিল তার অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হব’ ছবির শুটিং। সেখানেই কথা হলো এই তারকা অভিনেতার সঙ্গে। শাকিব খান বলেন, ভালো কাজ দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। অন্য কোনো মাধ্যমে না ভালো কাজের মাধ্যমে কম্পিটিশন হওয়া উচিত। তাহলেই দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। বর্তমানে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবির কাজ করছি। গতকাল এ ছবির আইটেম গানের শুটিং শেষ হয়েছে। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছবির কাজ বেশিরভাগ শেষ হয়েছে। আর আজ থেকে উত্তমদার নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’-এর কাজ শুরু হচ্ছে। এ ছবিটি নিয়েও আমি আশাবাদী। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। এদিকে, এ ছবির কয়েকদিন কাজ করেই পরের সপ্তাহে ভারতে যাবেন শাকিব। সেখানে ‘চালবাজ’ ছবির বাকি কাজ শেষ করবেন। এরপর নভেম্বরে ইউরোপের দেশ চেক রিপাবলিকে যাবেন শাকিব খান। সেখানে নাম চূড়ান্ত না হওয়া আরেকটি নতুন ছবির কাজ শুরু করবেন তিনি। ভারতের জয়দ্বীপ মুখার্জির পরিচালনায় এ ছবিতেও শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নামের ছবিতেও জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন শাকিব ও বুবলী। এদিকে নতুন আরো কিছু কাজের বিষয়ে কথা হচ্ছে শাকিবের। প্রতিটি ছবিতে শাকিব খান দর্শকের নিকট নতুন শাকিব হয়ে আসছেন। চরিত্রটি আলাদা হওয়ার পাশাপাশি গল্পেও টুইস্ট যেন থাকে সে বিষয়ে কাহিনীকারের সঙ্গে কথা বলছেন শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, পরিচালক, কাহিনীকারের সঙ্গে কাজ নিয়ে বসে আলাপ ও আড্ডা না হলে নতুন কিছু বের হয় না। আমি একই পরিচালকের অনেকগুলো ছবিতে কাজ করেছি। তখনকার সময়ে তাদের সঙ্গে বসে আমিও চরিত্রের পাশাপাশি গল্প নিয়ে আলাপ করেছি। বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছি, নিজেও পরামর্শ দিয়েছি। ফলাফলে ছবিগুলো হিট বা সুপারহিট হয়েছে। ঘরে বসে থেকে শুধু বললে হবে না যে আমাদের ছবি একদিন দেশের বাইরে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আসবে। তার জন্য সেভাবে শিল্পী, পরিচালক, প্রযোজকসহ সকলকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। ভালো কাজ করতে হবে। এরইমধ্যে শাকিব ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের সদস্য হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী, হল মালিক, বুকিং এজেন্টসহ টেকনিশিয়ানরা একসঙ্গে বসে এক টেবিলে যে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। চলচ্চিত্রের যে কোনো সমস্যার দ্রুত সমাধান যেন করা যায় সেজন্যই মূলত এই ফোরাম। এখানে সকলে যার যার জায়গা থেকে তাদের যেকোনো অসুবিধার কথা বলতে পারবেন। এরপর সকলের সিদ্ধান্তে আলাপ আলোচনা করে সেটার সমাধানও বেরিয়ে আসবে। আমার বিশ্বাস, সামনে ভালো কিছু হবেই।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews