1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মহাকাশচারীদের শরীর থেকে কমে যায় হাড় : নাসা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

মহাজাগতিক তেজস্ক্রিয়তার ফলে মহাকাশচারীদের শরীর থেকে কমে যায় হাড়। তবে তাদের পেশীর কোন ক্ষয় হয় না। সম্প্রতি এক গবেষণায় এমনই সত্য উদঘাটিত হয়েছে।

সম্প্রতি গ্রহের কত কাছাকাছি পৌঁছলে শরীরের হাড় কমে যায়, তা নিয়ে একটি পরীক্ষা চালিয়েছিল নাসা। সেই পরীক্ষায় জানা গেছে, গ্রহের শূন্য অভিকর্ষে পৌঁছালে মহাকাশচারীদের এই ক্ষতি হচ্ছে। নাসার বিজ্ঞানী স্কট কেলি দীর্ঘসময় কাটিয়েছেন মহাকাশযানে। যখন তিনি ফিরলেন, দেখা গেল তাঁর শরীরে ওজন বেড়েছে। কিন্তু হাড় কমেছে।

মহাজাগতিক তেজস্ক্রিয়তাই যে এর কারণ সে ব্যাপারে নিশ্চিত নাসা। মহাকাশ গবেষণা সংস্থা চিন্তিত এই রিপোর্ট নিয়ে। শরীরের পেশির সঙ্গে হাড়ের সামঞ্জস্য না থাকলে নানা শারীরিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে মহাকাশচারীদের। নাসা এর বিকল্প পন্থা নিয়ে আলোচনা করছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews