মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় সোহেল মোল্লা নামে এক যুবদল সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার সোয়াপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোহেল মোল্লা ওই এলাকার মাসুদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, সোহেল মোল্লা ও সিদ্দিকুর রহমান এবং সুলতান এ মির্জা নামে এই তিনটি আইডি থেকে বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ কথাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। এটি দেখার পর টঙ্গিবাড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এমিলি পারভিন থানায় তিনজনকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এই মামলায় সোহেল মোল্লাকে আটক করা হয়।