সাভার: ঢাকার ধামরাইয়ে যৌতুকের টাকা না পেয়ে ঝরনা খাতুন নামের (১৮) এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ধামরাইর কুল্লা ইউনিয়নের কুশিয়ারা গ্রামে।
গত আট দিন ধরে ওই গৃহবধু নিখোঁজ। এঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধুর পরিবার।
এলাকাবাসী জানায়, যৌতুকের টাকার জন্য গৃহবধু ঝরনা আক্তারকে প্রায়াই মারধর করতো স্বামী শাহাদাৎ মিয়া। পরে গত আট দিন আগে ঝরনাকে বাবার বাড়ি থেকে কয়েক হাজার টাকা যৌতুক আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী শাহাদাৎ। কিন্তু সে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে তাকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন ।
ঝরনার বাবা রওশন আলী জানায়, যৌতুকের টাকা না পেয়ে তার মেয়েকে হত্যা করে লাশ বাড়ির পাশে বংশী নদীতে ভাসিয়ে দেয় তার স্বামী। এদিকে আজ সকালে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার পর থেকে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউক হক দিপু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
অন্যদিকে যৌতুকের টাকা না পেয়ে সকালে সাভারের জামসিং এলাকায় আইরিন নামের (২০) এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে স্বামী অটো রিকসা চালক হিমু মিয়া। পরে ওই গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।