রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে কলিমহর ইউনিয়নের দুরশনদিয়া গ্রামের একটি পেঁয়াজের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন। তিনি জানান, লাশের ডান পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গত রাতে কোনও এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।