রাজশাহী মহানগরের সিমলা পার্কের সামনে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মোমিন, বয়স ১৮ বছর। এ সময় আহত হয়েছে আরো দুই আরোহী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মোমিনসহ তিনজন মোটরসাইকেল করে যাচ্ছিল। পথে মোমিন নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা রাস্তার ওপর ছিটকে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মোমিনের মৃত্যু হয়। আহত অপর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান রাজপাড়া থানার এ পুলিশ কর্মকর্তা।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে