লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে জেলা তাঁতীলীগের সভাপতি দিপংকর ও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি জহিরুল ইসলামসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা এবং চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।