এম এ কাদের অপু, কুমিল্লা (দঃ জেলা) প্রতিনিধিঃ
লাকসাম শহর কে গ্রীন ও ক্লিন সিটিতে রুপান্তরিত করা ও
ভেজাল মেডিসিন বিক্রি না করার আহবান,
নবগঠিত লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কমিটি কর্তৃক আয়োজিত শুক্রবার সন্ধ্যায় লাকসাম পাবলিক হলে অনুষ্ঠিত হল এক পরিচিতি ও আলোচনা সভা। লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, লাকসাম-মনোহরগঞ্জ থেকে ৩ বারের নব নির্বাচিত সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম এমপি।
এ সময় প্রধান অতিথী তার বক্তৃতায় বলেন, কোন ফার্মেসীতে নকল ও ভেজাল ঔষধ যেনো বিক্রি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য নবগঠিত কমিটির সকল সদস্যদের প্রতি আহবান জানান। দেখে শুনে ভালো ভাবে ফার্মেসীতে আসা রোগীদের কে ভালো ও গুণগত মানের মেডিসিন বিক্রি করার নির্দেশ প্রধান করেন এই সাংসদ।লাকসাম শহরে কোন প্রকার চাঁদাবাজ না থাকায় ব্যবসায়ীদের কথা শুনে মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই এমপি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারের নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ কে একটি উন্নত ও সমৃদ্ধি দেশ হিসাবে গড়ে তোলার জন্য আওয়ামীলীগ ছাড়া অন্য কোন বিকল্প পথ নাই বলেও জানান এই মহান নেতা। লাকসাম শহর কে দ্রুত গ্রীন এন্ড ক্লিন সিটি হিসাবে তৈরী করার আহবান করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম এমপি।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাড, ইউনুস ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান লাকসাম, পৌরপিতা অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম হিরা, কুমিল্লা জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি এনায়েত উল্লাহ, সহ আরোও অনেকেই।
লাকসাম কমিটির সাধারণ সম্পাদক লুৎফুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেন, লাকসাম পৌরসভা সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর, সোনার বাংলা থাই এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদার।