সরকার জামাল :
রাজধানীর শ্যামপুর থানার ২০০ গজ পরেই শ্যামপুর বালুর মাঠ ও জাকের মসজিদের সামনেই ছোট খাটো মিনি বার বানিয়ে গড়ে তোলা হয়েছে বাংলা মদের হাটবাজার। সূত্রে জানা যায়, ঐ বারের মালিক ও ম্যানেজার সন্ত্রাসী ও মাদক সম্রাট। মালিক মঞ্জু ও ম্যানেজার কবিরের বিরুদ্ধে কথা বললে তাদের হাত থেকে রেহায় পায়নি কেউ। এ বিষয়ে থানা পুলিশকে অবগত করলে থানা কর্তৃপক্ষ জানায়, আমরা বিষয়টি দেখতেছি। জাকের মসজিদের মুসল্লিগণদের বক্তব্যে তারা বলেন, ভাই আমরা প্রতিবাদ করতে পারি না কারণ তারা তাদের ক্ষমতাবলে আমাদের ক্ষতিসাধন করবে। ঐ এলাকার সাধারন জনগণ আরো জানান, এই মদের দোকান যদি না বন্ধ হয় তাহলে আমাদের ছেলেদের দিনদিন খারাপ পথে ধাবিত হবে। অন্য একজন পথচারী (দুলাল শেখ) তার বক্তব্যে বলেন যে, পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের বরাবর আপনাদের লিখনির মাধ্যমে জানিয়ে দেন এই মদের বারের বিষয়ে। এলাকার সাধারণ জনগণ মনে করে অচিরেই এই বার বন্ধ না হলে এলাকার তরুন যুবক ধাবিত হবে চরম অবক্ষয়ের পথে। তাই দ্রুতই এ বিষয়ে প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।