সাংবাদিক ও কলামিস্টদের সম্মানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে (নতুন ভবন, ৩য় তলা) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ইফতারের আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিয়ম করেন। এসময় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম সঙ্গে ছিলেন।
সম্পাদক ও কলামিস্টদের মধ্যে শিক্ষাবিদ ও কলামিস্ট সৈয়দ আনোয়ার হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাসসের এমডি ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বিডিনিউজ টোয়োন্টিফোর.কম সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, সংবাদ সম্পাদক আলতামাস কবির, পূর্বপশ্চিম সম্পাদক পীর হাবীবুর রহমান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, ডাক টেলিযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস-সচিব আশরাফ সিদ্দিকি বিটুসহ কেন্দ্রীয় ও প্রচার উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।