1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

সাদেক আব্দুল্লাহর ব্যতিক্রমী ডিজিটাল আবাহন সমৃদ্ধির বরিশাল গড়তে মেয়র প্রার্থী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৪ জুলাই, ২০১৮

রেদওয়ান শাওন-/মাসুদুর রহমান//

সমৃদ্ধির পথে নগরবাসীদের নিয়ে আগামীর বরিশাল গড়ার প্রত্যয়ে ভিন্ন আঙ্গীকে আহŸান জানান আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগ মনোনীত এ মেয়র প্রার্থীর লিখিত কোন ইশতেহার না দিলেও সমৃদ্ধির পথে বরিশাল সিটি গড়ার রুপকল্পের ঘোষণা প্রদানে ভিন্ন মাত্রার যোগ হয়েছে। নগরবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মাধ্যমে আগামীর সমৃদ্ধির বরিশাল গড়ার রুপকল্পের ভিডিও ডকুমেন্টারি প্রচারিত হওয়ায় ব্যপকভাবে সারা জাগিয়ে তুলেছে মেয়র প্রার্থীর সম্ভাবনার নতুন আঙ্গীকের এ মাধ্যমটি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বরিশাল নগরীর চিহিন্ত সকল মৌলিক সমস্যা সমাধানের জন্য বার্তা পৌছে দিচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে নগরবাসীর কাছে। নগরপিতায় আসীন হতে জনপ্রতিনিধি হিসেবে জনরায় কুড়ানোর কৌশলী লিখিত অগ্রিম ইশহোরের প্রথাকে বিদায় জানিয়ে কার্যকরী পদক্ষেপ অগ্রসর হয়েছে মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ। বাংলাদেশ আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে ডিজিটাল দেশ গড়ার অঙ্গীকারকে বাস্তবায়নের রুপদিতে ডিজিটাল পন্থা অবলম্বন করে নগরমনে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছে বরিশালের মেয়র প্রার্থী সাদিক। সিটি কর্পোরেশন আওতাধীন প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে পাড়া মহল্লার অলি গলির সমস্যা সমূহ সরেজমিনে চিহ্নিত করে তা সমাধানের জন্য নগরবাসেিদর কাছে অঙ্গীকারবদ্ধ হয়। আসন্ন আগামী ৩০ জুলাই’র বিসিসি নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র পদের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ নগরবাসীদের প্রতিটা চাহিদা পূরণ করাই হতে তার নির্বাচনী ইশতেহার বলে লিখিত কোন ইশতেহার জমা দেয়নি। মঙ্গলবার রাতে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মৌলিক সমস্যাসমূহ উপস্থাপন সহ সমাধানের জন্য অঙ্গীকারবদ্ধ হবার একটি ভিডিও ডকুমেন্টারী সামাজিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে সমৃদ্ধির পথে আগামীর বরিশাল এমন শিরোনামের ডকুমেন্টারিতে উপস্থাপনে বরিশাল সিটির মধ্যেভাগে উন্নয়নের ছোয়া লাগলেও বর্তমান সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারনে বিসিসি’র আওতাধীন অনেক বর্ধিত এলাকাগুলোতে উন্নয়নের ছোয়া পৌছায়নি। বর্ধিত অনেক এলাকাতে বিদ্যুৎ সংযোগ যায়নি। এমনকি শহড়ের ন্যায় অনেক এলাকাতে পিচ ঢালা রাস্তার দেখাও মেলেনা অনেক বর্ধিত এলাকায়। ফলে সিটির নাগরীকদের অধিকার আদায়ও হোচট খায় ইট ভাঙা রাস্তার চলার পথে। বিসিসির অব্যবস্থাপনার বিসিসির আওতাধীন অনেক বর্ধিত এলাকাগুলোতে উন্নয়নের ছোয়া পৌছায়নি। বর্ধিত এলাকার মুমূর্ষ রোগীরা চিকিৎসার জন্য শহড় পানে ছুটতে হচ্ছে। সিটির মধ্যভাগে শিক্ষা-ব্যাবস্থার উন্নতি হলেও বর্ধিত এলাকার শিক্ষার আলোর প্রসার ঘটেনি অনেক স্থানে। ফরে বাল্য বিবাহ থেকে শুরু করে বেকারত্বের অভিশাপে মাদকাশক্তির সমাজে রুপ নিচ্ছে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ। সামান্য বৃষ্টিতেই গোটা শহড়ে জলাবদ্ধতার কারনে দূর্ভোগ ভোগান্তিতে জণজীবন অতিষ্ঠ এলাকাবাসী। শিশু-কিশোরদের জন্য নেই খেলার সবুজ মাঠ। বিসিসির অবস্থাপনায় এমন হাজারও সমস্যার সমাধানে সমৃদ্ধির পথে আগমীর বরিশাল গড়ার অংশদার হিসেবে নগরবাসীদের একযোগে কাজ করার আহŸান জানান নৌকা প্রতিকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি নগরবাসিদের সৃমদ্ধি বরিশাল গোড়তে সহায়তা প্রদান করার আহŸানে অঙ্গীকার করে প্রতিটা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক গড়ার, পরিবেশ বান্ধব সবুজ খেলার মাঠ। নারীদের নিরাপত্তা নিশ্চিত করনে ব্যাপক ভূমিকা রাখবেন নৌকা প্রতিকের এই নেতা। প্রতিটা ঘরের বিদ্যুৎ সংযোগ পৌছানো, কৃষি কাজে আধুনিকতার ছোয়া, উন্নত শিক্ষার অধিকার সংস্কৃতি মূলক শিক্ষা গ্রীন শিশু পার্ক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টোডিয়ামকে আন্তজার্তিক হিসেবে খ্যাতি প্রদান করতে বরিশাল নগরবাসীদের তার সাথে একযোগে কাজ করার আহŸান জানায়। নৌকা প্রতিকের এই নেতা জানান সর্বপ্রথম নগরবাসীদের সমোস্যা সমূহ চিহ্নিত করনের পর বিশ্লেষনের মাধ্যমে সমাধানের পথ বের করে নগরবাসীদের কাছে ভিডিও ডকুমেন্টারী তুলে ধরেন। সে ক্ষেত্রে বরিশাল বাসির স্বার্থে, উন্নয়নের স্বার্থে কথায় না হয়ে কাজে নগরবাসীদের সমাধানের জন্য সকলকে একসাথে কাজ করার আহŸান জানানা আ’লীগ এর নৌকা প্রতিক যুবরতœ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews