1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন : মহাপরিচালক আইএসপিআর দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট ইরানের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

সোনারগাঁওয়ে প্রতিবন্ধী ছেল ও তার মায়ের উপর হামলাকরিদের পক্ষ নিলেন মাতাব্বররা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ জুন, ২০১৮
মোঃ নুর নবী জনি:

নারায়নগঞ্জ সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে সুমন (১৭) নামের এক প্রতিবন্ধি ও তার মাকে পিটিয়ে আহত করার ঘটনায় বিচার বানচালের অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে ।

গত শনিবার উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজারে বিচারের আশ্বাস দিয়ে স্থানীয়  মাতাব্বররা আসামির পক্ষ পাতিত্ত করে বিচারে বিশ হাজার টাকা ধার্য করে বিচারটি বানচাল করে দেয়ার ঘটনা ঘটে বলে জানায় সাফিয়া বেগম।

সাফিয়া আরোও জানায়,তোফাজ্জল মাতাব্বর এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ কে মোটা অংকের টাকার বিনিময়ে বিচার বানচাল করার চেষ্টা করছে, যেখানে আমার নগদ ছয় লক্ষ টাকা এবং স্টাম্পে পাওনা বাবদ তিন লক্ষ ও তিন ভরি স্বর্ন রাতের অন্ধকারে আমার ঘর ভাংচুর করে নিয়ে গেছে, আমাকে ও আমার প্রতিবন্ধী ছেলেকে মারপিট করেছে,আমাকে সমাজ থেকে এক ঘড়ে করে রেখেছে সেখানে বিচারের ব্যক্তিবর্গ আমাকে নাম মাত্র বিশ হাজার টাকা দিয়ে সমাধান করতে উঠে পড়ে লেগেছে এবং থানার অভিযোগে যাতে মামলা না করি সেজন্য হুমকি প্রদান করে আসছে তোফাজ্জল ও কামাল,যদি মামলা করি তাহলে আমাকে ও আমার ছেলেকে প্রানে মেরে ফেলবে বলে ও হুমকি দিচ্ছে।তিনি আরও সাংবাদিকদের জনান,অভিজোগের ১ নং আসামী তোফাজ্জল এর নাম মামলা হতে বাদ দেয়ার জন্য বিভিন্ন লোক দিয়ে চাপ প্রয়োগ করছে এবং কি আমার শেষ সম্বল মাথা গোজার ঠাই বসত বাড়ীটি দখলের পায়তাড়া করছে।

এ দিকে সমাজচ্যুত হয়ে থাকা প্রতিবন্ধী সুমন ও তার মা সাফিয়া বিচার না পেয়ে হতাসায় দিন কাটাচ্ছে,এক ঘড়ে থেকে কোন ঠাসায় জীবন যাপন করছে ভুক্তভুগিরা যেতে পারছেনা হাট-বাজারে।

অন্য দিকে প্রতিবন্ধী ছেলে ও তার মা বিচার পাবে কিনা তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনা,স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন তোফাজ্জল ও কামাল এলাকায় আদিপত্য বিস্তার করে রেখেছে সমাজকে কোনঠাসা করে রেখেছে তাড়াই মানুষের বিচার করে তাদের বিচার কে করবে এমটাই মনে করছেন তাড়া,তবে প্রতিবন্ধী বিচার পাক আমরা সাংবাদিক ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য পল্লী বিদ্যুতের খুটি সরানো নিয়ে গত ২ জুন শনিবার গভীর রাতে সাফিয়া বেগমের বাাড়ীর মূল গেট ও দরজার তালা ভেঙে মাতব্বর তোফাজ্জল ও তার সহযোগী কামাল ,আলী হোসেন, মতিন ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বদলবলে সাফিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে আলমারিতে থাকা তিন ভরি স্বর্ন,ছয় লক্ষ্য টাকা ও ঘটনার পূর্বে মাতব্বর তোফাজ্জল ও কামাল  স্টাম্পে সাক্ষর করা সাফিয়ার থেকে তিন লক্ষ্য টাকা হাওলাদা নেয়ার স্টাম্প ও ‍নিয়ে যায়।  তার প্রতিবন্ধি ছেলে সুমনকে পিটিয়ে আহত করে চলে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে আহত সাফিয়া ও তার ছেলে সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসি।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পি পি এম বলেন,প্রতিবন্ধী ছেলে ও তার মাকে মারধর করার ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসার জন্য মেম্বার দায়িত্ব নিয়েছে যদি মিমাংসা না হয় তবে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews