
নিজস্ব প্রতিনিধি: অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ সাংবাদিকতা জীবনের একজন উজ্জ্বল নক্ষত্র, অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
রিমন সাংবাদিকতা জীবনে ছিলেন একাধারে নিবেদিতপ্রাণ অনুসন্ধানী রিপোর্টার ও সংগঠক। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রতিদিন-এর ইনভেস্টিগেটিভ সেলের ইনচার্জ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলাভূমি-র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাক-এ কাজ করেছেন।
তিনি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সিনিয়র সহসভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্থায়ী সদস্য। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর অবদানের জন্য তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হন। তার জানাজা আজ বাদ জোহর ডিআরইউ চত্বরে অনুষ্ঠিত হবে।
জীবন নিউজ ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।