অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন তারেক রহমান। তাঁর যোগ্য নেতৃত্বেই ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন ঘটে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দলের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে ঘিরে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।”
রিজভী অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থামিয়ে দেওয়ার জন্য নানা চক্রান্ত চলছে। “কিছু দল সুষ্ঠু ভোট চায় না, কারণ তারা জানে জনগণের ভোটে তারা জয়ী হতে পারবে না,”—বলেন তিনি।