জীবন নিউজ, ঢাকা: আগামী একাদশ সংসদ নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কেউ যদি নির্বাচনের নামে সন্ত্রাস করে তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ২০১৯ সালে যে নির্বাচন হবে, তা হবে সুষ্ঠু নির্বাচন।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের কালীনগর গ্রামে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুসারে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে বলা আছে, সর্বশেষ নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। সে অনুসারে আগামী নির্বাচন হবে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনে। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন।’
জনসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন।