1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত গণভোট বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরীতে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২৭ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ

আগামী পাঁচ দিনে শীত ও কুয়াশার দাপট আরও বাড়বে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক: সারাদেশে জেঁকে বসা শীতের সঙ্গে ঘন কুয়াশা আরও কয়েক দিন জনজীবনকে ভোগাতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় শীত, কুয়াশা এবং শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত থাকবে। বিশেষ করে নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সক্রিয় থাকায় দেশের ওপর শীতল উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ছে।

এই সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে নৌ, সড়ক ও স্থল যোগাযোগ ব্যাহত হওয়ার সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার (৪ জানুয়ারি) পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। তবে কুয়াশার কারণে দিনের প্রথম ভাগে শীতের অনুভূতি বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিকে জানুয়ারি মাসের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত বিশেষ জলবায়ু বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশের ওপর মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

জলবায়ু বার্তায় আরও বলা হয়, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। তবে এই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews