
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজা উপজেলায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের লোকেরা এসময় বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। অপর দিকে মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের তালতলা গ্রামের প্রবাসী আলমগীর ও পাওয়ারলুম শ্রমিক সাইফুল এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের নরেন্দী গ্রামে ব্যবসায়ী সুমনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত দেড় টার দিকে ১০ / ১৫ জনের মুখোশ পরা ডাকাত দল প্রথমে প্রবাসী আলমগীরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপা ও ৩ টি মোবাইলফোনসহ মূল্যবান মালামাল লুট করে।
এদিকে রাত ২ টায় একই গ্রামের পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতেও হানা দেয় ডাকাত দল। এসময় সাইফুলের বাড়িতে থাকা মেহমানসহ একটি শিশুকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্নালংকার ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুটে করে নেয় তারা।
সাইফুল জানান, গরু বিক্রির টাকা এবং আমার স্ত্রীর জমানো গুলো টাকা নিয়ে গেছে।
অপরদিকে একেই সময়ে রাত ২টার দিকে নরেন্দী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়ী থেকে নগদ ১৫ হাজার টাকা ও ২ ভরি স্বনার্লংকার লুট হয়।
এদিকে ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ডাকাতির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।