1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে উত্তাল কলকাতা, গ্যালারি ভাঙচুর করে মাঠে নামলেন দর্শকরা সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি আগামীকাল রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

আমি কি এটার জবাব দিতে পারবো? ‘আইএস টুপি’ প্রসঙ্গে আইনমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
আইএস টুপি পরে আদালতে হাজির হয়েছিলেন দণ্ডপ্রাপ্ত জঙ্গি রিগ্যান। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আইনমন্ত্রীকে। হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান ‘আইএস টুপি’ পরে আদালতে হাজির হয়েছিলেন। পুলিশি হেফাজতে থাকার পর তিনি কীভাবে এ টুপি পেলেন তা নিয়েই চলছে নানা সমালোচনা। এ বিষয়ে জানতে চাওয়া হয় আইনমন্ত্রী আনিসুল হকের কাছে।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি কি এটার জবাব দিতে পারবো? তবে এটা কীভাবে এলো সেটা অবশ্যই তদন্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘আইএস টুপি কীভাবে আসলো আমি তো এখন এটার জবাব দিতে পারবো না। আমার পক্ষে এটার জবাব দেওয়া সম্ভবও না। তবে আমি নিশ্চিত মনে করি, এই বিষয়টার একটা তদন্ত হওয়া উচিত। আমি আপনাদের বলছি, আমি এই বিষয়ের তদন্ত শেষ করে প্রেস কনফারেন্সে আপনাদের জানাবো।’ হত্যাকাণ্ডের ঘটনায় ইমেজ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমার তো মনে হয়, আমরা সারা বিশ্বকে প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশে এ রকম হত্যাকাণ্ড হলে তার বিচার অত্যন্ত দ্রুত হয় এবং সকল বিচার আইনি ফরমালিটিস ফলো করে সম্পন্ন করা হয়।’  তিনি আরও বলেন, ‘গত ডিসেম্বর থেকে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল। ২১১ জন সাক্ষীর মধ্যে প্রয়োজনীয় ১১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারিক আদালত আজকের এই রায়ে উপনীত হয়েছিলেন। আজকের এই রায় দিয়েছেন।’ এ সময় হলি আর্টিজানে জঙ্গি হামলার বিচার কার্যক্রম এবং এই রায়ে সন্তুষ্টির কথাও জানান আইনমন্ত্রী আনিসুল হক। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় আজ বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো.মজিবুর রহমান সাতজনের ফাঁসির রায় দেন আদালত। সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‍্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। আসামিদের মধ্যে রিগ্যান ‘আইএস টুপি’ পরে আদালতে যান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews