1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

‘আমি জয় চ্যাটার্জি’ মুক্তি পাচ্ছে ১২ জানুয়ারি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

পশ্চিমবঙ্গে জয়া আহসান অভিনীত ‘আমি জয় চ্যাটার্জি’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি।

এ ছবিতে জয়া অভিনয় করেছেন ড. অদিতি রায় চরিত্রে। তার বিপরীতে আছেন আবির চ্যাটার্জী। গত বছর জয়া-আবিরের ‘বিসর্জন ছবিটি নিয়ে ভারতে বেশ আলোচনা হয়েছেন। শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কারও বাগিয়ে নিয়েছিল ছবিটি’আমি জয় চ্যাটার্জি’আবির-জয়া জুটির চতুর্থ সিনেমা।

তাদের ‘আবর্ত’, ‘রাজকাহিনী’ ছবি দুটিও সাড়া জাগিয়েছিল। ‘আমি জয় চ্যাটার্জি’ পরিচালনা করেছেন মনোজ মিশিগান। ছবিটি নিয়ে তিনি বলেছেন, আবিরের বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছেন জয়া।তিনি একজন চিকিৎসক। তবে মানুষটি একদম ভিন্ন, যাকে বলে আবিরের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান, একদম বিপরীত চরিত্রের নারী জয়া। আবির এতে একজন আত্মকেন্দ্রিক, ‘ইগোইস্টিক’ ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের নাম জয় চ্যাটার্জি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews