1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএসইতে সূচক বৃদ্ধি, ৩৯৫ কোম্পানির ৩৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারনে বুন্দেসলিগার ম্যাচ স্থগিত উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশ : আইনি পদক্ষেপের অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত জিমেইলে যুক্ত হলো গুগলের নতুন এআই-ভিত্তিক ফিচার ‘হেল্প মি রাইট’ জকসু ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ, ব্যাখ্যা দিয়েছে পিবিআই

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:   ফিনল্যান্ডের নির্বাচন পর্যবেক্ষকরা শিগগিরই বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)-এ যোগ দেবেন বলে জানিয়েছেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভিরতা।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভিরতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল সেবা ও টেক্সটাইল খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. নজরুল ইসলাম ফিনিশ রাষ্ট্রদূতকে বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি)-এর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় গণভোটের প্রস্তুতির কথাও তুলে ধরেন।

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ফিনল্যান্ডের সমর্থনকে সাধুবাদ জানিয়ে ড. নজরুল ইসলাম ফিনল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচনে বৃহৎ পর্যবেক্ষক মিশন নিযুক্ত করায় প্রশংসা করেন।

ড. নজরুল ইসলাম শ্রম অধিকার এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার প্রতি দেশের অঙ্গীকার তুলে ধরে বাংলাদেশের এলডিসি-পরবর্তী উত্তরণ এবং জিএসপি প্লাস আকাঙ্ক্ষার জন্য ফিনল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের রূপান্তরকালীন ছাড়ের মেয়াদ শেষে নতুন বাণিজ্যিক ব্যবস্থা প্রয়োজন হবে এবং তিনি সম্ভাব্য বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির প্রতি ফিনল্যান্ডের সমর্থন ব্যক্ত করেন।

বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-গুলোতে বিনিয়োগের সুযোগ উল্লেখ করে ড. নজরুল ইসলাম রাষ্ট্রদূতকে ইপিজেড পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং ঢাকায় আসন্ন ব্যবসায়িক ইভেন্টগুলোতে ফিনল্যান্ডের অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

জবাবে রাষ্ট্রদূত ইপিজেডগুলো পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, ফিনিশ ব্যবসায়ীরা ভবিষ্যতে বাংলাদেশে ইইউ ব্যবসায় উদ্যোগে অংশ নিতে আগ্রহী।

উভয় পক্ষই ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম (বিপিসিএস) এবং নকিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানায়। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথম বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন করা হবে, যা সিঙ্গাপুরকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews