1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

ইন্দোনেশিয়ার হালমাহেরায় ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:   ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় রোববার (২৩ নভেম্বর) ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় ঝুঁকি অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, তাই স্থানীয় প্রশাসন সব সময় সতর্ক থাকে এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেয়।

এদিকে একই দিনে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানেছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরে, এবং এর কেন্দ্রও ১০ কিলোমিটার গভীরে ছিল। কম্পনের প্রভাব থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। এতদূর পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছে, এবং বহু মানুষ আহত হয়েছেন। বিশেষজ্ঞরা এ ধরনের ভূমিকম্পকে নিয়মিত সতর্কবার্তা হিসেবে উল্লেখ করছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews